মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডঃ হাছান মাহমুদ এম, পি। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম মজুমদার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী শাহ, চেয়ারম্যান- রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ, এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক মন্ডলী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজ সেবক, সাংবাদিক, রাঙ্গুনিয়ার প্রত্যেক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীসহ সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয় এই ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ এর প্রথম দিন। মেলায দ্বিতীয় দিন আগামীকাল সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৫ঘটিকা পর্যন্ত সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত থাকবে।(বেতাগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার)। মেলায় এসে ছাত্র/ছাত্রীরা ইন্টারনেট এর ব্যবহার, ব্যাপকতা, বিভিন্ন মেইলিং আইডি খোলা, মেইল আদান-প্রদান, স্কুল-কলেজে ভর্তির নিয়মাবলী, বিভিন্ন সরকারি চাকুরীর ফরম পূরণের নিয়মাবলী ইত্যাদি বিষয়ে ইউনিয়নে কর্মরত উদ্যোক্তাদের কাছ হইতে বিনামূল্যে বুঝে ও শিখে নিচ্চেন। এতে করে ভবিষ্যত প্রজন্মের জন্য ইন্টারনেট সম্পর্কিত ভয়-ভীতি যেমন দূরীভূত হচ্ছে তেমনি যুব সমাজের ইন্টারনেট ব্যবহারের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ৫ই সেপ্টেম্বর উদ্বোধন করেন ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫, তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে অত্যন্ত ঝাঁক ঝমক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সহিত উদযাপিত হলো দুইদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ এর ২য় দিন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস